‘নিজের দাবি করে’ সরকারি রাস্তার গাছ কাটছিলেন প্রভাবশালী, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০২ জুন ২০২১

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট বামুনদীঘি গ্রামে সরকারি রাস্তার প্রায় অর্ধশত ইউক্যালিপটাস গাছ কেটে নেয়ার চেষ্টা করেন বজলুর রহমান ওরফে মন্টু সরকার নামের এক প্রভাবশালী ব্যক্তি। খবর পেয়ে বুধবার (২ জুন) সকালে থানা পুলিশ গিয়ে গাছগুলো জব্দ করে।

বজলুর রহমান ওরফে মন্টু সরকার উপজেলার ফুলকোট বামুনদীঘি গ্রামের মৃত গোলাম রহমান সরকারের ছেলে। গাছগুলো নিজের জমিতে লাগানো বলে দাবি করেন মন্টু সরকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে ফুলকোট বামুনদীঘি গ্রামে বিলকেশ পাথার কচুয়ার বিল বাঁধের রাস্তার পাশে লাগানো লক্ষাধিক টাকা মূল্যের ৪৩টি ইউক্যালিপটাস গাছ কাটা শুরু করেন মন্টু সরকার। জানতে পেরে বিলকেশ পাথার কচুয়ার বিল পানি উন্নয়ন সমিতি লিমিটেডের সভাপতি আনোয়ার হোসেন মাস্টারসহ সমিতির অন্যান্য সদস্যরা গিয়ে বাধা দেন। পরে প্রশাসনকে খবর দিলে দুপুরে পুলিশ গিয়ে গাছগুলো জব্দ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিক খান জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। সার্ভেয়ার পাঠিয়ে মাপ-যোগ করে গাছগুলো সরকারি রাস্তার গাছ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।