তিস্তার পেটে ভিটেমাটি, পাউবোর নেই কোনো উদ্যোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০২ জুন ২০২১

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান ক্রোস বাঁধটি তিস্তা নদীতে বিলীন হয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগ নেই এ নিয়ে বলেন তারা। এতে অংশ নেন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (২ জুন) দুপুরে সেবা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান ক্রোস বাঁধ সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সেবা ফাউন্ডেশনের সভাপতি এরশাদুল হক, সদস্য মোশাররফ হোসেম, গোলজার হোসেন ও মাসুদ রানা প্রমুখ।

মানববন্ধনে সেবা ফাউন্ডেশনের সভাপতি এরশাদুল হক বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি ও দ্রুত তিস্তা নদীর ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে তিস্তার ভাঙনে এরইমধ্যে যাদের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে তাদের পুনর্বাসনের জোর দাবি জানাচ্ছি।

jagonews24

মানববন্ধনে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাক্ষুসে তিস্তার গ্রাসে আমাদের ভিটেমাটি নদীতে চলে যাচ্ছে। তবুও পাউবোর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

উল্লেখ্য, বৃষ্টির পানি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে তিস্তার বিভিন্ন স্থানে দেখা দেয় ভাঙন। প্রতিবছর বর্ষাকাল এলে তিস্তার ভাঙনে শত শত পরিবারকে ভিটেমাটি হারাতে হয়।

এ মৌসুমেও গত রোববার (৩০ মে) তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে রাতে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়ির হাটের ৩০০ মিটার স্পারটির সামনের অংশ ও বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলাল ক্রোসবাধটির অবশিষ্ট অংশ টুকুর দক্ষিণপার্শ্বটি ধসে নদীগর্ভে বিলীন হয়।

মাসুদ রানা/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।