স্মার্টফোন কিনে না দেয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৩ জুন ২০২১
প্রতীকী ছবি

স্মার্টফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কিশোর ‘আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পুলিশ।

ওই কিশোরের নাম রানা মিয়া (১৫)। সে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের কৃষক নাছির উদ্দিনের ছেলে। ফুলবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার (২ জুন) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ি ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টায় এ তথ্য করেন ফুলবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক।

তিনি জানান, রানা মিয়া আগে থেকেই তার বাবা-মায়ের কাছে একটি স্মার্টফোনের বায়না ধরে আসছিল। তবে দরিদ্র কৃষক বাবা জমির ফসল তুলে তা বিক্রি করে ফোন কিনে দিতে চেয়েছিলেন। কিন্তু ওই কিশোর বুধবার বিকেলেও তার বাবার কাছে ফোনের বায়না ধরে। নাসির উদ্দিন ছেলেকে ফোন কিনে দিতে চেয়ে বাজারে চলে যান। পরে অভিমানে রাতে ওই কিশোর তার শয়ন কক্ষের ধর্নায় রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তার মামা শফিকুল এসে ভাগনেকে ডাকতে শুরু করেন। সাড়া না পেয়ে ঘরের দরজা বন্ধ থাকায় পেছনের বেড়া ভেঙ্গে ঘরে প্রবেশ করে রানা মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ফুলবাড়ি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এসআই আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মাসুদ রানা/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।