বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত কলেজশিক্ষক শাহাদৎ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১০:০৪ পিএম, ০৩ জুন ২০২১

দরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন শাহাদৎ হোসেন। ৩৭তম বিসিএসে শিক্ষা ক্যাডার হয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। চাকরিতে যোগদানের পর কিছুদিন আগে বিয়ে করেছেন। সবকিছুই চলছিল ঠিকঠাক।

এরমধ্যেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন ২৯ বছর বয়সী শাহাদৎ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ আব্দুল আজিজের অধীনে (ব্লক-সি, কেবিন নং-৩১৫) চিকিৎসাধীন।

তবে শিক্ষক শাহাদৎ-এর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে জরুরিভিত্তিতে সিঙ্গাপুর অথবা ভারতে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য কমপক্ষে ৮০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার দরিদ্র পিতার পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়।

jagonews24

নিজ অর্থ ব্যয়ে তাদের পক্ষে ঢাকায় থেকে চিকিৎসা করারও সামর্থ্য নেই। এমন পরিস্থিতিতে কুড়িগ্রাম সরকারি
কলেজ পরিবার তার পাশে দাঁড়িয়েছে। তারা প্রাথমিকভাবে ছয় লাখ টাকার অনুদান সংগ্রহ করে শাহাদতের বাবার হাতে তুলে দিয়েছেন। যা দিয়ে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

এমন পরিস্থিতিতে শিক্ষক শাহাদৎ হোসেনের বাবা আনারুল হক সন্তানের চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন। সবার সম্মিলিত সহায়তায় হয়তো বেঁচে যাবেন শিক্ষক শাহাদৎ। হাসি ফুটবে তার বাবা-মা, বোনসহ সদ্য বিবাহিত স্ত্রীর মুখে।

শাহাদৎ হোসেনের গ্রামের বাড়ি রংপুর সদর উপজলার মমিনপুর গ্রামে। পিতার নাম মো. আনারুল হক। তার চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য সোনালী ব্যাংক, কুড়িগ্রাম শাখায় একটি হিসাব খোলা হয়েছে। যা কলেজের অধ্যক্ষসহ আরও দু’জন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত হচ্ছে। এছাড়া তাকে বিকাশ ও নগদ হিসাবেও সহায়তা করা হবে।

মো. শাহাদৎ হোসেনকে চিকিৎসা সহায়তা পাঠানোর হিসাব নম্বর : ৫২০৮৪০১০২৮৫২৪, রাউটিং নম্বর: ২০০৪৯০৪০৭, সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখা। বিকাশ: ০১৭১৬ ৫৮৩৩৬৯ এবং নগদ: ০১৭১৬ ৫৮৩৩৬৯।

মো. মাসুদ রানা/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।