রায়গঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:১১ এএম, ০৪ জুন ২০২১

সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় সোবাহান সরকার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ভেংরু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোবাহান সরকার সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ীর বাবুল সরকারের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা শাহজাহান আলী বলেন, ‌‘সন্ধ্যায় দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সোবাহান। পথে মহাসড়কের ভেংরু এলাকায় পৌঁছলে একটি কাবার্ডভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই সোবাহান সরকার মারা যান।’

ইউসুফ দেওয়ান রাজু/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।