কাশিমপুর কারাগারে হাজতির আত্মহত্যার চেষ্টা, পরে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৪ জুন ২০২১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ আত্মহত্যা করেছেন এক হাজতি। শুক্রবার (৪ জুন) দুপুরে কেন্দ্রীয় কারাগার-১-এর হাসপাতালের বাথরুমে এ ঘটনা ঘটে।

মৃতের নাম জাবেদ হাসান সুজন (৪০)। তিনি ঢাকার হাজারীবাগ থানার ৬৭নং হাজারীবাগ রোড এলাকার জাকির হোসেনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর (অতিরিক্ত দায়িত্ব) সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হাজারীবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় কারাগারে ছিলেন জাবেদ হাসান। তিনি মানসিক রোগী হওয়ায় কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার বেলা ১১টার দিকে কারা হাসপাতালের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুজন। এসময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই কারা কর্মকর্তা।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।