পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৫ জুন ২০২১
ফাইল ছবি

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরে ডুবে আরিফুল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরিফুল উপজেলার রমনা ইউনিয়নের পূর্ব সরকার পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

শনিবার (৫ জুন) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে আরিফুল তার সমবয়সী চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সাঁতার না জানা আরিফুল পুকুরের গভীর পানিতে গিয়ে ডুবে যায়। চাচাতো ভাই আরিফুলকে পুকুরে দেখতে না পেয়ে বাড়িতে জানায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আরিফুলের লাশ পুকুরে ভাসতে দেখে।

রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগার আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাসুদ রানা/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।