গাজীপুরে ২০ বসতঘর আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৫ জুন ২০২১

গাজীপুরে ২০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকার সফুরুদ্দিনের কলোনিতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক সফুরুদ্দিন বলেন, দুপুরে কলোনির এক ভাড়াটিয়ার ঘর থেকে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা পাশের কারখানার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে তারা শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কলোনির ২০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

jagonews24

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।