কুড়িগ্রামে আগুনে পুড়ল কৃষকের ৫ গরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১১:২৫ এএম, ০৬ জুন ২০২১

কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে আক্তার আলী নামের এক কৃষকের পাঁচটি গরুসহ আসবাবপত্র পুড়ে গেছে।

শনিবার (৫ জুন) রাত ২টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন কৃষক আক্তার আলীর পরিবার। রাতে গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা আগুন নেভাতে চেষ্টা করেন। এরমধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় গোয়ালঘরে থাকা পাঁচটি গরু মারা যান।

দূর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম বলেন, আগুনে আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-এ-জান্নাত রুমি’র সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মো. মাসুদ রানা/ আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।