ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৬ জুন ২০২১
ফাইল ছবি

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশু নিহত হয়েছে। রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- সাজেদা আক্তার (১২) ও আল আমীন (৬)। সাজেদা ওই গ্রামের আনু ফরায়েজি বাড়ির সোলেমান মিয়ার মেয়ে ও আল আমীন একই বাড়ির বাহার উদ্দিনের ছেলে। তারা দুজনই স্থানীয় কাটাখিলা ছমদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।

বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখম ইসহাক খোকন বলেন, সকালে বৃষ্টিপাতের সময় দুই শিশু বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হলে স্বজনরা তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশু মারা যায়।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।