অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৭ জুন ২০২১

গাজীপুরে রুবায়েত (৫) নামের এক শিশুকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া রুবায়েত গাজীপুর মহানগরীর সদর থানাধীন লক্ষীপুরা এলাকার রুবেল মিয়ার ছেলে।

গ্রেফতাররা হলেন, পঞ্চগড়ের বোদা থানার পাঁচপীর এলাকার মৃত কাশেমের ছেলে মো. আনিছুর রহমান (৩৮), তার স্ত্রী মোসা. রোকছানা আক্তার ওরফে নাসরিন ওরফে বৃষ্টি (৩৫)। তারা গাজীপুর মহানগরীর টঙ্গী পাশ্চিম থানাধীন মুদাফা পূর্বপাড়ায় খোরশেদের বাড়িতে ভাড়া থাকতেন। অপর আসামি টাঙ্গাইলের ঘাটাইল থানার ঘাটাইল উত্তর পাড়ার মৃদ আমজাদ হোসেনের ছেলে মো. বেলায়েত হোসেন মন্নু (৫৮)। অপহরণের পর তার হেফাজতে শিশুটিকে রাখা হয়েছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জাকির হাসান জানান, গত ৪ জুন সকাল ১০টায় শিশু রুবায়েত মহানগরীর সদর মেট্রো থানাধীন লক্ষীপুরা এলাকায় তার দাদার বাসায় ফুফু আখির (৮) সঙ্গে খেলা করছিল। এসময় রুবায়েতের দাদার বাড়ির সাবেক ভাড়াটিয়া বৃষ্টি আক্তার সেখানে বেড়াতে আসে। বৃষ্টি শিশু রুবায়েত ও আখিকে চকলেট কিনে দেয়ার কথা বলে বাসা থেকে তিন সড়ক এলাকায় নিয়ে যান। একপর্যায়ে বৃষ্টি ও তার স্বামী মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুবায়েতকে অপহরণ করেন।

পরে অনেক খুঁজেও নাতিকে না পেয়ে রুবায়েতের দাদা মো. গেন্দা মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

জাকির হাসান আরো জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় সদর থানা পুলিশ পঞ্চগড়, রাজধানীর উত্তরা ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে প্রথমে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে আসামি আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়।

এরপর তার দেয়া তথ্য অনুযায়ী ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ৫ জুন রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন ঘাটাইলের বেলায়েত হোসেনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে মূল আসামি বৃষ্টি ও বেলায়েতকেও গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকল গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আমিনুল ইসলাম/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।