ফেনীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৭ জুন ২০২১

ফেনীতে বিদেশি পিস্তলসহ মো. মহিম উদ্দিন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৬ জুন) রাতে সদর উপজেলার ধলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের ধলিয়া বাজার এলাকায় কিছু লোক মাদক বেচাকেনা করছে এমন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মো. মহিন উদ্দিন গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

MOHIN-2

র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিন উদ্দিন দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। পরে মামলা দিয়ে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।