গাজীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৭ জুন ২০২১

গাজীপুরে পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ফাওকাল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হচ্ছে ওই এলাকার নূরুল ইসলামের ছেলে ফয়সাল (৫) ও তার মেয়ে সুমাইয়া (৮)।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি (তদন্ত) সৈয়দ রাফিউল করিম বলেন, দুপুর সোয়া একটার দিকে ওই এলাকার জনৈক চৌধুরীর পুকুরপাড়ে চারজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে ফয়সাল, সুমাইয়া ও তোয়া পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এসময় তাদের সঙ্গে থাকা অপর শিশু মাইশা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। এদের মধ্যে ফয়সাল ও তার বোন সুমাইয়া মারা যান।

তিনি আরও বলেন, তাদের বাবা রাজমিস্ত্রির কাজ করেন ও মা একটি পোশাক কারখানায় চাকরি করেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।