অর্থ আত্মসাতের অভিযোগে এডওয়ার্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৭ জুন) বিকেলে দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। তবে অধ্যক্ষের দাবি, তিনি কোনো দুর্নীতি করেননি।
মামলার এজাহারের বরাত দিয়ে দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদার অগ্রণী ব্যাংক কলেজ গেট শাখা থেকে ৫৬ লাখ ৮ হাজার ৯৮৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
দুদক উপপরিচালক বলেন, ভুয়া আবেদন ও ভাউচার তৈরি করে অধ্যক্ষ নিজেই তা অনুমোদন করে কলেজের ছাত্র সংসদ তহবিল, উন্নয়ন তহবিল, বিবিধ তহবিল এবং ভর্তি কার্যক্রম ও ফরম ফিলাপ তহবিল থেকে এই অর্থ উত্তোলন করেন। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
মামলার বাদী দুদকের উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ২০১৭ সাল থেকে দীর্ঘ কয়েক দফা তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে সোমবার এ মামলা করা হয়। অধ্যক্ষের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আরও বিভিন্ন বিষয়ে তদন্ত চলছে। মামলার প্রয়োজনে তাকে গ্রেফতার করাও হতে পারে বলে জানান দুদক উপ-পরিচালক।
এ ব্যাপারে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের সঙ্গে সোমবার সন্ধ্যায় যোগাযোগ করলে তিনি জানান, ২০১৭ সালে থেকেই তার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। অনিয়ম-দুর্নীতি বলতে যা বোঝায় সে হিসেবে তিনি এক টাকারও দুর্নীতি করেননি। কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে অসত্য অভিযোগ করছে। তার আগে সংঘটিত অনিয়ম তার ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, তদন্ত হচ্ছে হোক। তিনি তার বিরুদ্ধে দুদকের করা মামলা সম্বন্ধেও অবহিত নন বলে জানান।
আমিন ইসলাম/এসএস/এএসএম