ফেনী ডিবেট ফোরামের সভাপতি আরমান, সম্পাদক তাসিন
হোসাইন আরমানকে সভাপতি ও তাসিন সোবহানকে সাধারণ সম্পাদক করে ফেনী ডিবেট ফোরামের ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ মে) সংগঠনের জরুরি সভায় আগামী দুই বছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে আবু সুফিয়ান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা আহমেদ চৌধুরী, মুজাহিদুল ইসলাম জয়, প্রশিক্ষণ সম্পাদক আহমদ আরাফাত রিজভী, কোষাধ্যক্ষ শফিকুল আলম, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঞা, প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন সোহাগ, পাঠচক্র সম্পাদক সাদিয়া সুলতানা সেতু, কলেজ বিতর্ক সম্পাদক ইফফাত আবেদীন জিম, স্কুল বিতর্ক সম্পাদক সাদিয়া আহমেদ চৌধুরী, আপ্যায়ন সম্পাদক হিসেবে মাহবুবা তাবাসসুম ইমার নাম ঘোষণা করা হয়।
এর আগে ২০১৯ সাল থেকে ফেনীতে বিতর্ক আন্দোলনকে ছড়িয়ে দিতে কাজ করছে ফেনী ডিবেট ফোরাম।
ফেনী ডিবেট ফোরামের প্রতিষ্ঠাতা ও নব নির্বাচিত কমিটির সভাপতি হোসাইন আরমান বলেন, করোনা মহামারি কারণে সবকিছুর মতো বিতর্ক চর্চাও থমকে গিয়েছিল। তাই নতুন উদোমে কাজ শুরুর কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, ফেনীতে বিতর্ক শিল্পকে প্রতিষ্ঠা করতে নানা কর্মসূচি পালন করেছি আমরা। এ সংগঠনের হাত ধরে ফেনীতে অসংখ্য নতুন বিতার্কিক তৈরি হয়েছে। বিশেষ করে বারোয়ারি ও সংসদীয় বিতর্কের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংগঠনটি। এ জেলায় বিতর্কের বিপ্লবে তিনি সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
আরএইচ/এমএস