ঘরে ঢুকে কলেজছাত্রীর শ্লীলতাহানি, স্বাস্থ্য সহকারীকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০৮ জুন ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় কলেজছাত্রীকে (২০) শ্লীলতাহানির অভিযোগে আরিফ মোল্লা (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে উপজেলার পশ্চিম রাজিহার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আরিফ মোল্লা উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের মৃত এফাজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

কলেজছাত্রীর স্বজনরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মো. আরিফ মোল্লা শিশুদের ভিটামিন এ-প্লাস টিকা খাওয়ানোর জন্য পশ্চিম রাজিহার স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে পথিমধ্যে ওই কলেজছাত্রীর বাড়িতে আশ্রয় নেন। এ সময় কলেজছাত্রী বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে আরিফ মোল্লা ঘরের মধ্যে প্রবেশ করে কলেজছাত্রীকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আরিফ মোল্লা পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা ধরে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। বেলা ৩টার দিকে আরিফ মোল্লাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাইফ আমীন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।