কুড়িগ্রামে ইউপি সদস্যদের অনাস্থা, পদ হারালেন চেয়ারম্যান
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মো. আবু জাফর রিপন।
বুধবার (৯ জুন) এ সংক্রান্ত একটি চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস।
তিনি বলেন, রোববার (৬ জুন) উপ-সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন ওই পরিষদের ১১ জন সদস্য (মেম্বার)। এরপর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন সদস্যরা। পরে স্থানীয় প্রশাসন এ সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে পাঠালে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস বলেন, বিধি মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
মাসুদ রানা/আরএইচ/এমএস