সৌদি আরবের খাদ্য সহায়তা পেল কুড়িগ্রামের ১ হাজার পরিবার
কুড়িগ্রামে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার এসব খাদ্যসমাগ্রী বিতরণ করে।
বুধবার (৯ জুন) দুপুরে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, ৩ লিটার তেল ও ১ কেজি লবণ।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, কুড়িগ্রাম পৌরমেয়র কাজিউল ইসলাম, কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি আব্দুল্ল্যাহ খালেদ, ফাদি আল রেসারীসহ স্থানীয়রা।

কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী বলেন, সৌদি আরবের এটি একটি মহতী উদ্যোগ। তারা এক হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয়ায় আমরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মাসুদ রানা/এসআর/এমএস