মায়ের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০১:০৬ এএম, ১০ জুন ২০২১
ফাইল ছবি

নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় রাব্বি (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৯ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গোপালপুর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে রাব্বি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে মামার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল রাব্বি। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পূর্বধলা উপজেলার লাল মিয়ার বাজারের একশ গজ দক্ষিণে রাস্তা পারাপারের সময়, বিরিশিরি থেকে ময়মনসিংহগামী বালুভর্তি একটি ট্রাক মায়ের সামনে তাকে চাপা দেয়। এতের রাব্বির পা থেতলে যায়।

মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শ্যামগঞ্জ নামক স্থানে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বলেন, ট্রাকটি আটক আছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

এইচ এম কামাল/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।