মুজিবনগরে করোনায় আরও দু’জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১১ জুন ২০২১

মেহেরপুরের মুজিবনগরে ভারতীয় সীমান্তবর্তী আনন্দবাস ও মানিকনগর গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে নিজ বাড়িতে একজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়।

তারা হলেন, আনন্দবাস গ্রামের সালেহার খাতুন (৭০) ও মানিকনগর গ্রামের সাবেক মেম্বার ইছার উদ্দীন (৭৫)।

বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর সিভিল সার্জন নাছির উদ্দীন।

তিনি জানান, গত ৩১ মে সালেহার খাতুন ও ৭ জুন ইছার উদ্দীনের করোনা শনাক্ত হয়। সালেহার খাতুন নিজ বাড়িতে ও ইছার উদ্দীন মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের দাফনের প্রক্রিয়া চলছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় মেহেরপুরের আরও ১২ জনের করোনা পজিটিভ ফল আসে। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১৯ জন। এদের মধ্যে মুজিবনগরে রয়েছেন ৪০ জন।

আসিফ ইকবাল/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।