ফেনী নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১১ জুন ২০২১
ফাইল ছবি

ফেনী নদী থেকে আন্জুমিয়া (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুন) সকালে নদীর ছাগলনাইয়ার চম্পকনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে আন্জুমিয়া লাকড়ি সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দিনভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে তার মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।