মেহেরপুরে মঙ্গলবার থেকে রাজশাহীগামী বিআরটিসি বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৪ জুন ২০২১
ফাইল ছবি

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার (১৫ জুন) থেকে মেহেরপুরে বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে, মেহেরপুর থেকে রাজশাহীগামী বিআরটিসি বাস চলাচল বন্ধ করা হয়েছে। আগামী দুই সপ্তাহ এ বিধিনিষেধ বলবৎ থাকবে।

সোমবার (১৪ জুন) দুপুরে জুম মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানায় জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম জানান, গাংনী উপজেলার তেঁতুলবাড়ি ও হিন্দা গ্রাম এবং মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে করোনা সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দুই সপ্তাহের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিধিনিষেধের মধ্যে রয়েছে-সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ওষুধসহ জরুরি প্রয়োজনীয় ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে মেহেরপুর থেকে রাজশাহীগামী বিআরটিসি বাস চলাচল।

জুম মিটিংয়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলামসহ জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।