সেই এএসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) চুরি হওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা ও নাগেশ্বরী উপজেলার মাঝামাঝি অবস্থিত রায়গঞ্জ ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
এর আগে রোববার (১৩ জুন) দিবাগত রাতে ভূরুঙ্গামারী থানার এএসআই রফিকুল ইসলামের ভাড়া বাসার ভেতর থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়া হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মোটরসাইকেলটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
মো. মাসুদ রানা/এসজে/এমকেএইচ