ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৫ জুন ২০২১

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা হাট-বাজার ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে শ্রীপুরের জৈনাবাজার থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করে গাজীপুর সড়ক বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের সম্পত্তি ও আইন কর্মকর্তা উপ-সচিব কামরুজ্জামান মিয়া।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের ৩২ কিলোমিটার এলাকায় সড়কের উভয় পাশে অধিগ্রহণকৃত জমি অবৈধভাবে দখল করে বাজার পরিচালনা করছিল একটি চক্র। নিরাপদ সড়ক গড়তে মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আগামী দুইদিন উচ্ছেদ অভিযানের মাধ্যমে মহাসড়কের গাজীপুর অংশের সব ধরনের বাজার ও স্থাপনা উচ্ছেদ করা হবে।

Gazi-(2).jpg

এরআগে সাধারণ লোকজনদের সতর্ক করতে উচ্ছেদ অভিযানের সাত দিন আগে গণবিজ্ঞপ্তি জারি করে গাজীপুর সড়ক বিভাগ।

অভিযানে গাজীপুর সড়ক বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদ্যুৎ ও দমকল বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।