গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ট্রাকচাপায় কোহিনুর আক্তার (৩২) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এসময় অন্যান্য পোশাক শ্রমিকরা ওই ট্রাক ভাঙচুর ও সড়ক অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৬ জুন) সকালে আমবাগ ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোহিনুর ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রানাকান্দা এলাকার নাজমুল ইসলামের স্ত্রী।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, আমবাগ এলাকায় বাসাভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন কোহিনুর। প্রতিদিনের ন্যায় সকালে তিনি পায়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। পথে আমবাগ ব্রিজের পাশে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর অন্যান্য পোশাক শ্রমিকরা ওই ট্রাক ভাঙচুর করে ও সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমিনুল ইসলাম/এসএমএম/জেআইএম