গাইবান্ধায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৮ জুন ২০২১
ফাইল ছবি

গাইবান্ধায় ছুরিকাঘাতে রোকন মিয়া (৩৪) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত আরেক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দিনগত রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের মাদকাসক্ত যুবক সোহেল মিয়া স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জোর করে গরুর মাংস খাওয়ানোর চেষ্টা করে । বিষয়টি মীমাংসা করতে রামচন্দ্রপুর ইউপি মেম্বার আশিকুজ্জামান সাথীকে জানালে মেম্বার বৃহস্পতিবার রাতে সোহেলের সঙ্গে কথা বলতে যান। এসময় সোহেল তার মাদকাসক্ত সঙ্গীদের নিয়ে মেম্বার ওপর হামলা করে। খবর পেয়ে মেম্বার আশিকুজ্জামান সাথীর দুই চাচা জিল্লুর রহমান ও রোকন মিয়া এগিয়ে এলে তাদেরও উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই রোকন মিয়া মারা যান। গুরুতর আহত জিল্লুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) রজব আলী বলেন, তদন্ত করে আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে ।

জাহিদ খন্দকার/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।