কাপ্তাইয়ে শ্লীলতাহানির অভিযোগে তিন নির্মাণ শ্রমিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৯ জুন ২০২১

রাঙ্গামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) সকালে বড়ইছড়ি-ঘাগড়া সড়কে বগাপাড়া সেতুর নির্মাণ কাজের স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফজলুল হক সজিব(২০), মিয়াজন ইসলাম রাজু(১৬) ও তৌহিদুল ইসলাম(১৬)। তারা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। সবাই কাপ্তাইয়ের বগাপাড়া সেতু নির্মাণ কাজের শ্রমিক।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিমল তঞ্চঙ্গ্যা জানান, শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি (মঈন) দুপতারেঙ্গ পাহাড়ের ঢালে এক নারীকে তিনজন নির্মাণ শ্রমিক শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই নারী আত্মরক্ষার্থে ধারালো দা দিয়ে ভয় দেখালে তারা পালিয়ে যান। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মেম্বার কাপ্তাই থানা অভিযোগ করলে পুলিশ তাদের আটক করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শংকর হোড়/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।