গাজীপুরে লরিচাপায় স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী
গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরিচাপায় শারমিন আক্তার (৩৯) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার ফেনী জেলার পরশুরাম থানার গুথুমা গ্রামের ইলিয়াস মোর্শেদের স্ত্রী। তিনি গাজীপুর মহানগরীর বাসন এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেল যোগে স্বামীর সঙ্গে গাজীপুরের ভাড়া বাসায় যাচ্ছিলেন শারমিন আক্তার। তাদের মোটরসাইকেলটি টঙ্গীর কলেজ গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে শারমিন আক্তার ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় ইলিয়াস মোর্শেদকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করান।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লরিচালক রাজিবকে (২৪) আটক করেছে পুলিশ।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস