কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২০ জুন ২০২১
ফাইল ছবি

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ মাদক মামলায় এক বন্দির মৃত্যু হয়েছে। রোববার (২০ জুন) দুপুরে তার মৃত্যু হয়।

মারা যাওয়া কয়েদির নাম ফুল মিয়া (৩৪)। তিনি রংপুরের পীরগাছা থানার বালাহাটি এলাকার ছকু মিয়ার ছেলে। তিনি ঢাকার মুগদা থানার একটি মাদক মামলায় বন্দি ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বায়েজিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি ছিলেন ফুল মিয়া। দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।