ফেনীতে ৪ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:০৪ এএম, ২২ জুন ২০২১

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫২ জন।

মঙ্গলবার (২২ জুন) সকালে জেলা সিভিল সার্জন রফিক-উস-ছালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে ২২ হাজার ৯০৩টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫৪ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। জেলায় আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন সাজ্জাদ হোসেনসহ ৬৮ জন মারা গেছেন। বাকি ৩ হাজার ৫৯৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ১৮ জন হাসপাতালে ভর্তি ও হোম আইশোলেশনে থেকে ৩৪২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন আরও জানান, ফেনীর চারটি উপজেলায় ভারত সীমান্ত থাকলেও এখন পর্যন্ত ভারতীয় ধরনের কোনো রোগী শনাক্ত হয়নি। ফেনীতে পিসিআর ল্যাব না থাকায় সংগৃহীত নমুনা নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এখন পর্যন্ত ল্যাবে ৯৯ জনের নমুনার ফলাফল আটকে আছে।

নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।