করোনাভাইরাস : ফরিদপুরে আরও ৫ জনের মৃত্যু
ফরিদপুরে করোনা রোগীদের সেবায় বেসরকারিভাবে ১৬ শয্যার আইসিইউ ইউনিট চালু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে শহরের মোল্লা জেনারেল হাসপাতালে এ ইউনিট উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশে করোনা রোগীদের সেবায় সরকারিভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সাড়া দিয়ে মোল্লা জেনারেল হাসপাতালে পাঁচ শয্যার আইসিইউ ও ১১ সিসিইউ বেড সংযুক্ত করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা, সিভিল সার্জন অফিসের ডা. নাদিম, প্রেস ক্লাব সভাপতি কবিরুল ইসলাস সিদ্দিকী, হাসপাতালের চেয়ারম্যান রেজাওয়ান মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. সৌদ মো. সালেহ প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের করোনা পজিটিভ হয়েছে।
আরএইচ/এমএস