সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৩ জুন ২০২১

সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির। বুধবার (২৩ জুন) দুপুরে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে গত ৩১ মে দেশের ১২ জেলায় জেলা প্রশাসক পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। একই সঙ্গে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলী করা হয়।

এসএম মোস্তফা কামাল দীর্ঘ দুই বছর আট মাস সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।