ফেনীর সাহিত্যিক হুমায়ুন কবির আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৪ জুন ২০২১

ফেনীর বিশিষ্ট কবি ও লেখক হুমায়ুন কবির নান্টু আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বুধবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের মিজান পাড়ায় অবস্থিত নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জানাযা শেষে তাকে ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

jagonews24

জানা যায়, হুমায়ুন কবির নান্টু দীর্ঘদিন ধরে ফেনী জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুরের সন্তান তিনি। তবে শহরের মিজানপাড়ায় বাড়ি করে সেখানেই পরিবার নিয়ে থাকতেন।

ফেনীর সাংস্কৃতিক সংগঠক রাসেল চৌধুরী বলেন, ‘নান্টু ২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে শারীরিক সমস্যার কারণে নিজ বাড়িতেই থাকতেন। তিনি ফেনীর সংস্কৃতি অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার রচিত ফিরে এসো মানবিক কাব্যগ্রন্থটি বেশ খ্যাতি অর্জন করেছে।’

নুর উল্লাহ কায়সার/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।