সাতক্ষীরা লকডাউন থাকবে আরও এক সপ্তাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৪ জুন ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরায় স্থানীয়ভাবে জেলা প্রশাসন ঘোষিত লকডাউন চতুর্থ দফায় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত জেলার তালিকায় থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভা সূত্র জানায়, গত ২৩ মে থেকে সাতক্ষীরা জেলায় করোনা পরিস্থিতির অবনতি হতে শুরু করে। একপর্যায়ে ৫ জুন থেকে জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। এর পরেও অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার চতুর্থ মেয়াদে আরও এক সপ্তাহ লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।