ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৪৬ এএম, ২৫ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বাবুল (৪৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অসুস্থ অবস্থায় কুমিল্লা নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তিনি পাঁচ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি। বাবুল জেলা কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামের মালেক মিয়ার ছেলে।

জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাবুল আগে থেকেই উচ্চরক্তচাপে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে কুমিল্লা হাসপাতালে প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স যোগে কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।’

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামাল ভূইয়া বলেন, বাবুল উচ্চরক্তচাপে ভুগছিলেন। তার প্রেসার অনেক বেশি ছিল। কুমিল্লায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হলে সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

বাবুলের বড় ভাই নওয়াব মিয়া বলেন, ‘বাবুল দুটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। দুই বছর যাবৎ তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন। জেলখানা থেকে আমাদের জানানো হয়েছিল তিনি অসুস্থ। পরে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।’

আবুল হাসনাত মো. রাফি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।