শরীরে বিশেষ কায়দায় গাঁজা বহনকালে গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৫ জুন ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিন কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুন) উপজেলার আছিয়ার বাজার নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নাটোরের তেবাড়িয়া গ্রামের হাসান আলীর স্ত্রী আকলিমা বেগম (৪৮), বগুড়ার কাহালু থানার তেতুলিয়া পাড়ার জহুরুল ইসলামের স্ত্রী রাহেলা বেগম (৩৮) ও একই গ্রামের মৃত আবু জাফর সরকারের ছেলে জাকির হোসেন (২৪)।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুন) উপজেলার আছিয়ার বাজার নামক স্থানে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পলিথিনে মোড়ানো গাঁজা শরীরে বেঁধে বহনকালে তিন কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, আটক ওই তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মাসুদ রানা/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।