আশুগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:২২ এএম, ২৬ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্রসহ শাহনুর সরকার (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরচারতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। শাহনুর সরকার ওই এলাকার মোস্তফা সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে শাহনুর সরকারকে আটক করে। এসময় তার বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্রসহ ও টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, ৯ পিস ইয়াবা ও সাড়ে ১০ হাজার নগদ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের কর্তব্যে বাধা দেয়ার মামলা রয়েছে। আজকের ঘটনায় অস্ত্র আইন ও একটা মাদক আইনে পৃথক দুটি মামলা হবে।

আবুল হাসনাত মো. রাফি/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।