নিখোঁজের পরদিন শিশুর লাশ উদ্ধার, পরিবারের ধারণা পরিকল্পিত হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৬ জুন ২০২১

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর আদিবা খাতুন (৫) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির কাছে একটি ডোবা থেকে শনিবার (২৬ জুন) লাশটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে সে নিখোঁজ হয়।

নিহত আদিবা বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। পরিবারের ধারণা, পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে ১১টার দিকে মেয়েটি নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে স্বজনরা বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে স্থানীয়রা গ্রামের আব্দুর রহমান নামে এক ব্যক্তির বাড়ির পেছনে ডোবার পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

উদ্ধারের পর শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে।

ইউসুফ দেওয়ান রাজু/এসএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।