গোসাইরহাট উপজেলা প্রেস ক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৬ জুন ২০২১

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের গোসাইরহাট উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

শুক্রবার (২৫ জুন) রাত সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। গিয়াস উদ্দিন খান চলে যাওয়ায় সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতাও করতেন।

গিয়াস উদ্দিনের ছেলে আসাদুজ্জামান খান প্রিন্স জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে গিয়াস উদ্দিন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার বাড়ি গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধীপুর গ্রামে। ধীপুর আইডিয়াল মাদরাসা প্রাঙ্গনে জানাজা শেষে মাদরাসার গণ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে শরীয়তপুর প্রেস ক্লাব, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গিয়াস উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

ছগির হোসেন/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।