খেলনা পিস্তল-চাকু নিয়ে ফেনসিডিল খেতে এসে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৬ জুন ২০২১

দিনাজপুরের বিরামপুরে ফেনসিডিল খেতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। এসময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল ও একটি টিপ চাকু জব্দ করা হয়। এছাড়া তাদের দেখানো জায়গা থেকে ফেনসিডিলের ৯টি বোতল জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক শেখ সাদাব বাবু (২৮) নীলফামারীর সৈয়দপুর উপজেলার পুরাতন বাবু পাড়া এলাকার ডা. শেখ নবাব আলীর ছেলে ও নাইমুল হক (২৮) রংপুর কোতয়ালী থানার মুন্সিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর থানাপুলিশের পরিদশক (তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, হরিহরপুর এলাকায় সাদেক নামের এক ব্যক্তির বাড়িতে ফেনসিডিল বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের দেহে তল্লাশি চালিয়ে দুটি খেলনা পিস্তল ও একটি টিপ চাকু জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটকদের দেয়া তথ্যে একটি বাঁশঝাড় থেকে ফেনসিডিলের ৯টি বোতল ও এক ব্যাগ খালি বোতল জব্দ করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘ফেনসিডিল খাওয়ার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল ও একটি চাকু জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে কিছু ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।’

এমদাদুল হক মিলন/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।