ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অপরাধে ১০ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৬ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- গোকর্ণঘাট মধ্যপাড়া ওবায়দুল (২৫), ভাদুঘরের হুজুর বাড়ির রুবেল মিয়া (২৭), ভাদুঘর খাদেমপাড়ার জসিম (২৫), ভাদুঘর উত্তর পাড়ার সুমন মিয়া (৩৪), ভাদুঘর নগরপাড়ার ইমন (১৮), কাজীপাড়া দরগামহল্লার দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৫), পৈরতলা সরকার পাড়ার শরিফ (২২), মজলিশপুরের জোনায়েদ (২০), ঘাটুরা মোল্লাবাড়ির আতিকুল ইসলাম প্রকাশ সজিব (২০) ও সরাইল চুন্টার মোজাম্মেল হক হৃদয় (৩০)।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।