হাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে ১০ লাখ টাকার তার চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৬ জুন ২০২১

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নির্মাণাধীন দশতলা ভবনের স্টোর রুম থেকে ১০ লাখ টাকা মূল্যের ২৪৬ কয়েল ইলেকট্রিক তার চুরি হয়েছে।

শনিবার (২৬ জুন) দুপুরে নির্মাণাধীন ভবনের প্রকল্প ম্যানেজার রানা সেন ও বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্মাণাধীন ভবনের স্টোর রুমের দরজার হ্যাসবোর্ড ভাঙে চোরেরা ১.৫ সাইজের কালো তার ৭৫ কয়েল, ১.৫ সাইজের লাল তার ২৬ কয়েল, ২.৫ সাইজের লাল তার ১০০ কয়েল এবং ২.৫ সাইজের কালো তার ৪৫ কয়ে নিয়ে যান।

নির্মাণাধীন ভবনের প্রকল্প ম্যানেজার রানা সেন বলেন, শনিবার সকালে এসে দেখি স্টোর রুমের হ্যাসবোর্ড ভেঙে অনেক তার চুরি হয়েছে। আমরা খতিয়ে দেখছি কিভাবে তারগুলো চুরি হল। এ ব্যাপারে এখন কিছু বলতে পারবো না।

বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, তারগুলো চুরি হলে এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিতে হবে। তাদের নিজস্ব সিকিউরিটি গার্ড ছিল সেখানে। এখনো কাজ আমাদের কাছে হস্তান্তর করেনি।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।