বিজয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৭ জুন ২০২১
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুরে ডুবে জুনায়েদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ ওই এলাকার আলকাছ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানায়, দুপুর ১২টার দিকে বিষ্ণুপুর মাদরাসার পাশে পুকুরের পানিতে জুনায়েদ ডুবে গেলে স্থানীয়রা উদ্ধার করেন। জুনায়েদের পেটে ও বুকে চেপে পানি বের করার চেষ্টা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গিয়ে শিশুটিকে প্রথমে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা আক্তার নুর স্বর্ণা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।

আবুল হাসনাত মো. রাফি/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।