আখাউড়ায় ভারতফেরত আরও ১১ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৭ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত সাত নারীসহ আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ স্থলবন্দর দিয়ে ভারতফেরত ৭০ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত হলো।

রোববার (২৭ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতে আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা বিশেষ ব্যবস্থায় আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরছেন। এই পর্যন্ত স্থলবন্দর দিয়ে এক হাজার ৯৮৫ জন দেশে ফিরছেন। তাদের প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। ইতোমধ্যেই ভারতফেরত সবার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে মোট ৭০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি এরমধ্য থেকে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।