২৫ মণের ‘বিষু’ বিক্রি হবে ৭ লাখে
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল মধ্যপাড়া গ্রামে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গরুর নাম রাখা হয়েছে ‘বিষু’। গরুটির ওজন প্রায় ২৫ মণ। বৃহস্পতিবার জন্ম হওয়ায় নাম রেখেছেন ‘বিষু’।
ধীতপুর আলাল মধ্যপাড়া গ্রামের আব্দুল হালিম খানের ছেলে জাহাঙ্গীর ও তার স্ত্রী মাহমুদা খাতুন তিন বছর ধরে গরুটি লালন-পালন করেন আসছেন। এবার কোরবানি ঈদে গরুটি বিক্রি করা হবে। গরুটির ওজন আনুমানিক প্রায় ২৫ মণ হওয়ায় সাত লাখ টাকা দাম হাঁকাচ্ছেন খামারি জাহাঙ্গীর। চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় গরুটি এখনো তার বাড়িতে রয়েছে।

খামারি জাহাঙ্গীর আলম বলেন, ‘এবার কোরবানি ঈদে বিক্রির জন্য গরুটি লালন-পালন করছি। আকারে বিশাল হওয়ায় বিষুর পরিচর্যা করা খুবই কঠিন। তাকে খাওয়ানো, গোসল করানোসহ সব কিছুর লক্ষ্য রাখতে হয় নিয়মিত। স্থানীয় হাটে এ ধরনের গরুর চাহিদা থাকলেও কাঙিক্ষত দাম পাওয়া দুষ্কর। করোনার কারণে প্রত্যাশামাফিক দাম পাব কি-না তা নিয়ে চিন্তায় আছি।’
তিনি আরও বলেন, ‘বিষুর প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে-খুদ, কুড়া, খৈল, ভুসি, ঘাস, সুষম খাদ্য। তার খাদ্য আর চিকিৎসা মিলে প্রতিদিন এক হাজার টাকা ব্যয় হয়।’

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গরুটি প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছেন জাহাঙ্গীর দম্পতি। গরুটি দেখতেও অনেক সুন্দর। প্রাণিসম্পদ অফিস থেকে নিয়মিত গরুটির তদারকি করা হচ্ছে।
ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এএসএম