ইছামতি থেকে হাত-পা-মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৮ জুন ২০২১

সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদীতে অজ্ঞাত এক নারীর হাত, পা ও মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলার ভাতশালা সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাতশালা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সামসুদ্দিন বলেন, ‘ভাতশালা টহল ক্যাম্প হতে কিছুদূরে হাত, পা ও মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখে খবর দেন স্থানীয়রা। পরে আমরা সেখানে গিয়ে মরদেহটি নদীতে ভাসতে দেখি। বিষয়টি স্থানীয় থানা ও আমাদের অধিনায়ককে অবহিত করি।’

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেহের সঙ্গে মাথা না থাকায় পরিচয় পাওয়া যায়নি।

তবে স্থানীয়দের ধারণা, মরদেহটি ভারতীয় কোন নাগরিকে হতে পারে। জোয়ারের পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশ পাড়ে এসেছে। তবে মরদেহের সঙ্গে এমন নিষ্ঠুরতায় হতবাক সীমান্তপাড়ের বাসীন্দারা।

আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।