লকডাউনেও ফিতা কেটে পশুর হাট উদ্বোধন করলেন ভাইস চেয়ারম্যান
করোনাভাইরাসের নতুন প্রকোপ শুরু হওয়ায় লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনে এবার কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধের মধ্যে রয়েছে গণজমায়েত ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া। এসব সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে পশুর হাট উদ্বোধন করলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।
সোমবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের জিনোদপুরে এ পশুর হাট উদ্বোধন করা হয়।
সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে আনুষ্ঠানিকভাবে পশুর হাট উদ্বোধন করায় সমালোচনার মুখে পড়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।
এ বিষয়ে তিনি জাগো নিউজকে বলেন, ‘পশুর হাট উদ্বোধনের জন্য আজকের তারিখ নির্ধারিত ছিল। স্বাস্থ্যবিধি মেনে দুপুরে হাটটি উদ্বোধন করা হয়েছে। ছোট পরিসরে অনুষ্ঠানটি করা হয়েছে।’
আনুষ্ঠানিকভাবে পশুর হাট উদ্বোধন করতে নিষেধাজ্ঞা ছিল বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিক জাগো নিউজকে বলেন, ‘উপজেলা ভাইস চেয়ারম্যান কোনো বাজার উদ্বোধন করতে পারেন না। উনার সেই ক্ষমতা নেই। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।’
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস