সাতক্ষীরায় আরও ৪ জনের মৃত্যু
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। তারা সকলে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২০টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন করোনা শনাক্ত হয়েছেন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫৫ জন।
আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম