গুলিবিদ্ধ পাখি-এয়ারগান ফেলে পালিয়ে গেলেন শিকারি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেতকান্দি এলাকা থেকে ১১টি গুলিবিদ্ধ পাখি ও পাখি শিকারে ব্যবহৃত একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধার পাখিগুলোর মধ্যে ৮টি ঘুঘু, ২টি হরিয়াল ও ১টি সাদা বক রয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বেতকান্দি বিল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো থানায় জমা দেয় দ্য বার্ড সেফটি হাউজ নামের একটি সংগঠন।

দ্য বার্ড সেফটি হাউজ সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, উপজেলার বেতকান্দি বিলে বিপুল সংখ্যক অতিথি পাখির আগমন হয়। তবে বন্যপাখি সংরক্ষণ ও নিরাপত্তা আইন উপেক্ষা করে এসব অতিথি ও দেশীয় পাখি শিকার করছিল একদল শিকারি। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় পৌঁছালে পাখি শিকারি পালিয়ে যান। পরে একটি এয়ারগান, ৮টি ঘুঘু, ২টি হরিয়াল ও ১টি সাদা বক উদ্ধার করা হয়। এরমধ্যে ৯ গুলিবিদ্ধ জবাই করা ও ২টি গুলিবিদ্ধ। পরবর্তীতে এয়ারগান ও পাখিগুলো উদ্ধার করে থানায় জমা দেয়া হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এএসএম