করোনা রোগীর সেবায় ফরিদপুর আ.লীগের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা
করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সেবায় চারটি বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে ফরিদপুর শহর আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।
শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি মাসুদ, আওয়ামী লীগ নেতা সামচুল বারি সানু, আবু নাঈম, ইমতিয়াজ আসিফ, এম এ বাতেন, মনির হোসেন, আব্দুল কাদের মোল্যা প্রমুখ।
চারটি অ্যাম্বুলেন্সের পৃথক নাম দেয়া রয়েছে। নামগুলো হচ্ছে-মা, পপুলার, বাস ও ডক্টর।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন জানান, জেলার ২৭টি ওয়ার্ড ও ৯টি থানার করোনায় আক্রান্ত যে কেউ ৯৯৯-এ ফোন করে এই সেবা নিতে পারবেন।
এন কে বি নয়ন/এসআর/এমএস